রাণীনগর পুকুর থেকে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০১, ২০২১

রাণীনগর পুকুর থেকে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী :

নওগাঁর রাণীনগরে আবারো সরকারি খাস পুকুর থেকে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে কালো পাথরের ১৪ কেজি ওজনের ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। 


রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের খনন কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে পুকুর সংস্কারের খনন কাজ করছিলেন। ওই সময় পুকুরটি খননের সময় মূর্তি পাওয়া যায। সকালে স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। একইভাবে গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল বলে জানান রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ।


Post Top Ad

Responsive Ads Here