হবিগঞ্জে স্বাস্থ্য-বিধি অমান্য করায় ৬৩ জনকে ২৩,৫০০ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, April 18, 2021

হবিগঞ্জে স্বাস্থ্য-বিধি অমান্য করায় ৬৩ জনকে ২৩,৫০০ টাকা জরিমানা



হবিগঞ্জ প্রতিনিধি:


করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের বেধে দেয়া লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জ জেলায় ৬৩ টি মামলায় ৬৩ জনকে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৩টি মামলার বিপরীতে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে।


জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিদিনের ন্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, লকডাউন চলাকালীন নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় টাকা জরিমানা করা হয়।‌

এ সময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানও তিনি।





No comments: