সিলেটে আধ ঘণ্টার ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৫, ২০২১

সিলেটে আধ ঘণ্টার ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা

 

সিলেট প্রতিনিধিঃ


সিলেটে আধাঘণ্টার কালবৈশাখী


ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাড়িঘর গাছপালা। সোমবার সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ঝড়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। 

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বয়ে যায় ঝড়। ঝড়ের তীব্র বেগে বিভিন্ন স্থানে গাছপালা উপরে যায়। বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। আধঘণ্টার ঝড়ে অনেক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। ঝড়ে বিভিন্ন উপজেলায় বিদ্যুতের লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


জকিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল বাছিত জানান, আধাঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সব। অনেক কাঁচা বাড়িঘরের টিন উড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পড়ে স্থানীয়রা এসে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। ঝড়ের সময় থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


কানাইঘাট উপজেলায় ঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মাহিদপুর গ্রামের আব্দুশ শহিদ জানান, ঝড়ে গাছপালা ভেঙে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার ওপরও অনেক গাছ ভেঙে পড়েছে। 

Post Top Ad

Responsive Ads Here