শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৪, ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের মানববন্ধন

 

বগুড়ায় মানববন্ধন কর্মসূচি 



নিউজ ডেস্কঃ

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। 


সোমবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 


এদিকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করের তারা। 


মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দেশের সবকিছু যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে সেখানে আমাদের কেনও বসিয়ে রাখা হচ্ছে বুঝতে পারছি না। এ সময় শিক্ষার্থীরা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান।


আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলব, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।




‘সবকিছু সচল শিক্ষাপ্রতিষ্ঠান কেন অচল, এক দফা এক দাবি-প্রতিষ্ঠান খুলে দিবি’ লেখা প্ল্যাকার্ড হাতে ব্যস্ত রাস্তায় মানববন্ধন করেছে গাজীপুরের শিক্ষার্থীরা। সকালে গাজীপুর শহরের জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। 



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আরিফ কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।


অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইল স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টা-ব্যাপী মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলার সাধারণ শিক্ষার্থীরা।  


এসময় তারা জানান, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দুই বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। যে কারণে অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। 

বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একটি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি  অনুষ্ঠিত হয়। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল্লাহ সৌরভ সরকারের কাছে দাবি করেন আমাদের প্রত্যেককে ভ্যাক্সিন দিয়ে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিন এবং আমাদের পড়াশোনায় আগের মতো ফিরতে দিন।

এসময় তারা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা। 

এছাড়াও  পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলাগুলোতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here