মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরমুখো মানুষ ঠেকাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার ভোর থেকে শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর টোল প্লাজার কাছে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। তবে শনিবার সন্ধ্যার পর তারা উপজেলায় পৌঁছেছে বলে জানিয়েছেন লৌহজংয়ের ইউএনও মো. হুমায়ুন কবির।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে দুই প্লাটুন বিজিবি পৌঁছেছে। তারা রোববার ভোর থেকেই দায়িত্ব পালন করবেন।
ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করবেন। এ জন্য ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যাত্রী ছাড়াও ব্যক্তিগত গাড়ি ঘাটে ঢুকতে দেয়া হবে না, মহাসড়কেও চেকপোস্ট থাকবে। ঘাটে শুধু অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়া হবে।