পদ্মায় অবৈধভাবে যাত্রী পারাপার, ছয় ট্রলার আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৯, ২০২১

পদ্মায় অবৈধভাবে যাত্রী পারাপার, ছয় ট্রলার আটক


 


মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে ছয়টি ট্রলার আটক করেছে মাওয়া নৌ-পুলিশ।


শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর কান্দিপাড়া, মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন তীর ও শিমুলিয়া ঘাট সংলগ্ন চর থেকে এসব ট্রলার আটক করা হয়। এসব ট্রলারে ৭০ জনের অধিক নারী-পুরুষ যাত্রী নিয়ে পদ্মা নদী পারাপারের চেষ্টা করছিল বলে জানিয়েছে নৌপুলিশ।


মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শনিবার ফেরি বন্ধের নির্দেশনার পরও প্রচুর পরিমাণে যাত্রী শিমুলিয়া ঘাটে আসতে থাকে। এ সময় বিধিনিষেধ পালনে নদীতে নৌ-পুলিশের তদারকি চলছিল। এরই মধ্যে দুপুর ও বিকেলে কিছু সংখ্যক যাত্রী ফেরিতে উঠতে না পেরে ট্রলারে পদ্মা পাড়ি দেয়ার চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে মাওয়া মৎস্য আড়ত ও কান্দিপাড়া থেকে চারটি এবং শিমুলিয়া ঘাট সংলগ্ন চর থেকে দুটি ট্রলার আটক করা হয়।


তিনি আরো জানান, অভিযানের টের পেয়ে চালকরা পালিয়ে যান। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রলারে ওঠা যাত্রীদের নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। যাত্রীদের সবার বাড়িই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়।


করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটসহ নদীতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা চলছে।

Post Top Ad

Responsive Ads Here