স্বেচ্ছাসেবক দল নেতা মারুফের পরিবারকে তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার দিলেন শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৩, ২০২১

স্বেচ্ছাসেবক দল নেতা মারুফের পরিবারকে তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার দিলেন শামা ওবায়েদ



ফরিদপুর প্রতিনিধি :   
ফরিদপুরের নগরকান্দায় ২০১৩ সালে ২৮ অক্টোবর পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে নিহত নগরকান্দা পৌরসভার ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হোসেন এর পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।

সোমবার (৩মে) দুপুরে বিএনপির ফরিদপুর বিভাগীয় কমিটির আয়োজনে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় ওবায়দুর রহমান চত্বরে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, মারুফ হোসেনের বাবা শেখ রাবু ও মা সালেহা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহŸায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুল তালুকদার, উপজেলা কৃষকদের সভাপতি রফিকুল ইসলাম জাজরিজ, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের সভাপতি হেলালুদ্দিন প্রমুখ। 


এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার যাকে ইচ্ছা তাকে গুম, খুন ও হত্যা করছে। আর কতো মানুষকে এভাবে বেঘোরে প্রাণ দিতে হবে আমরা জানিনা। দেশবাসীর কাছেই এর বিচারের ভার ছেড়ে দিলাম।

Post Top Ad

Responsive Ads Here