ফরিদপুরে নগরকান্দায় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ
হামলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফা মাতুব্বর
নামে এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তোফা মাতুব্বরের ছেলে জাকের
মাতুব্বর বাদি হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে
জানা যায়, উপজেলার দেলবাড়িয়া গ্রামের তোফা মাতুব্বরের সাথে প্রতিবেশী
মোসাররফ তালুকদারদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে
আসছিল।
তারই জের ধরে ১৭ মে সোমবার বিকালে দেলবাডিয়া
গ্রামের মোসাররফ তালুকদার প্রতিবেশী তোফা মাতুব্বরের বাড়িতে হামলা ও
লুটপাট চালায়। এতে বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালঙ্কার
নিয়ে যায় বলে অভিযোগ করেন । এ সময় হামলাকারীদের বাধা দিতে আসলে বাড়ির মালিক
তোফা মাতুব্বর সহ অন্যান্যদের উপর হামলা চালায় তারা ।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ
ব্যাপারে আহত তোফা মাতুব্বরের ছেলে জাকের মাতুব্বর জানান, মোসাররফ
তালুকদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ির জায়গা জোরপূর্বক দখল
করতে আসেন। আমার বাবা বাধা দিলে তার উপর হামলা চালায়। এসময় আমাদের বসত ঘরে
ঢুকে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নেয়।
এ ব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিপ্লব বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।