শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সদরপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা ও দোয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সদরপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা ও দোয়া



ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে শুক্রবার (১১ জুন) গণতন্ত্রের মানসকন্যা, মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সদরপুর উপজেলা শাখা কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে উপজেলা জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান (মিম), বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ লিটন খান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হাসান সেতুসহ উপজেলা ছাত্রলীগ নেতা জুলহাস আহম্মেদ, মোহাম্মদ আলী ফাহিম, মাহবুবুর রহমান, আলহাজ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।


এইসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মশিউর রহমান (মিম) জানান আজ রুদ্ধ গণতন্ত্রের মুক্তির দিন, ২০০৮ সালের ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্যায় ভাবে জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর জনগণের তুখোড় আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কারামুক্তি দেওয়া হয়, মুক্তি লাভ করে গণতন্ত্র।



Post Top Ad

Responsive Ads Here