তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা


 

সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।

এছাড়া কুমিল্লা-৫ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এর জায়গায় আবুল হাশেম খান এবং সিলেট-৩ আসনে হাবিবুর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।


শনিবার সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এদের প্রার্থীতা নির্বাচন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।


ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের এমপি আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।


গত ৪ থেকে ১০ জুন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এ তিনটি আসনের মনোনয়ন ফরম সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতণ ও জমা নেয়া হয়। 


তিনটি আসনের নৌকার দায়িত্ব নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৯৪ জন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে নেন ২৫ জন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

Post Top Ad

Responsive Ads Here