মাদক সেবনে নিষেধ করায় খুন, ঘাতককে পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

মাদক সেবনে নিষেধ করায় খুন, ঘাতককে পিটিয়ে হত্যা করলো গ্রামবাসী


 


সময় সংবাদ ডেস্কঃ


মেহেরপুরের মুজিবনগরের যতারপুর গ্রামে মাদক সেবন নিষেধ করায় এক ব্যক্তিকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক মাদকসেবী। শনিবার দুপুরে দিকে যাদুখালি স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। হত্যা করে পালানোর সময় গ্রামবাসীরা ওই মাদকসেবীকে পিটিয়ে হত্যা করেছে।

নিহত সাইদুর রহমান মুজিবনহর উপজেলার যতারপুর গ্রামের বেলতলাপাড়া এলাকার রশিদুল ইসলাম কেরুর ছেলে। সে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া নিহত মাদকাসক্ত মনির হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।


স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন জানান, মাদকাসক্ত মনির হোসেন স্কুলের সামনে বসে গাঁজা সেবন করছিল। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান তাকে নিষেধ করেন। ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে সাইদুর রহমানকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীরা মনির হোসেনকে পিটিয়ে হত্যা করে।


মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here