সুরমা নদীর মোহনায় ভেসে আসল বৃদ্ধার লাশ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

সুরমা নদীর মোহনায় ভেসে আসল বৃদ্ধার লাশ!



দোয়ারাবাজার প্রতিনিধিঃ 

চিলাই নদী দিয়ে ভেসে আসা বৃদ্ধের লাশ সুরমা নদীর মোহনা থেকে উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। 

লাশ উদ্ধারের পর জানা যায় বৃদ্ধের বাড়ি দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত.একিন আলীর পুত্র আবুল কাশেম(কাছু মিয়া)(৫৫)। লাশের গায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে বৃদ্ধের মৃত্যুর সঠিক তথ্য কেউ বলতে পারেনি।  


শনিবার (১২ জুন) বেলা ২ ঘটিকার সময় বৃদ্ধের লাশ দোয়ারাবাজার শরীফপুরের পাশে সুরমা নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হলে, তখন খবর পেয়ে লাশের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য এসে লাশ শনাক্ত করায় দোয়ারাবাজার থানা পুলিশ স্বজনদের নিকট লাশ হহস্তান্তর করেন।      

         

এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, নদীতে ভাসমান লাশের খবর পেয়ে সুরমা নদী থেকে বৃদ্ধের  লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার ছেলে ও ইউপি সদস্য লাশের খুজ পেয়ে থানায় চলে আসে। পরে তার স্বজনদের নিকট লাশ  হস্তান্তর করা হয়।



Post Top Ad

Responsive Ads Here