সময় সংবাদ ডেস্কঃ
আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর র্যাব হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাকে র্যাবের সদর দফতরে নেয়া হয়।
অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। অভিযানে তার বাসা বাসা থেকে বিদেশি মদ ও হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
এর আগে, রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিযান শুরু করে র্যাব।
নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির একজন দারোয়ান জানান, রাত ৮টার কিছু পরে র্যাবের ১০ থেকে ১২ জন সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় ঢোকেন। রাত সোয়া ১২টার দিকে তাকে নিয়ে বের হন র্যাব সদস্যরা।
সম্প্রতি নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে একটি সংগঠন। এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব মনিরকে। পোস্টারটি ফেসবুকে ভাইরাল হয়। পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।