সময় সংবাদ ডেক্সঃ
চট্টগ্রামে করোনায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনাক্ত হয়েছে এক হাজার ৩১৫ জনের। যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ শনাক্ত।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইপিক হেলথ কেয়ারে তিন হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ৮৫৮ জন, লোহাগাড়ার ৩৭ জন, সাতকানিয়ার ২৭ জন, বাঁশখালীর ২৫ জন, আনোয়ারার ৪১ জন, চন্দনাইশের একজন, পটিয়ার ৩৩ জন, বোয়ালখালীর ৩২ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ৭৮ জন, হাটহাজারীর ৩৫ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের সাতজন ও সন্দ্বীপের ১৩ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৫৯ হাজার ৮২২ জন ও উপজেলা পর্যায়ে ১৯ হাজার ৯২৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৭৫১ জন। এছাড়া মারা গেছেন ৯৪৯ জন। এর মধ্যে নগরীর ৫৬৯ জন ও উপজেলার ৩৮০ জন রয়েছেন।