সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যে সিদ্ধান্ত জানানো হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যে সিদ্ধান্ত জানানো হয়েছে


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধ মানছেন না অনেকেই। এ অবস্থায় করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠক শেষে জানানো হয়েছে যে, সরকার ঘোষিত ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলমান থাকবে। এর আগে শিল্পকারখানা খোলা হবে না। 

এছাড়া চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করা হয়েছে। যা শিগগিরই জানানো হবে।


এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here