অসহায় বৃদ্ধকে উদ্ধার করল ফরিদপুর জেলা পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ২৯, ২০২১

অসহায় বৃদ্ধকে উদ্ধার করল ফরিদপুর জেলা পুলিশ


 




 মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধিঃ

অসহায় বৃদ্ধকে উদ্ধার করল ফরিদপুর জেলা পুলিশ । একই সাথে তার চিকিৎসার সমস্ত দায়ভার নিল তারা

জানা গেছে গত ২৭শে  জুলাই  

  রাত ১-৩০ মিনিটে ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায় ফরিদপুর কোতয়ালী থানাধীন ঈশান গোপালপুর ইউনিয়নের চক ফতেপুর গ্রামে রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে অ্যাম্বুলেন্সে করে একজন মুমূর্ষু রোগীকে ফেলে রাখা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব, এম.এ জলিল কোতয়ালী থানা ফরিদপুরসহ এসআই/ফুরকান খান , এসআই(নিঃ)/ কৃষ্ণ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে গিয়ে মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার পূর্বক সদর হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সরকারি সরবরাহকৃত ঔষধ প্রদান করেন । এছাড়াও প্রয়োজনীয় ঔষুধপত্র সরকারিভাবে সরবরাহ না থাকায় মাননীয় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের নির্দেশক্রমে এবং মহানুভবতায় জেলা পুলিশ ফরিদপুরের তহবিল থেকে প্রয়োজনীয় ঔষধ ও পরিধেয় বস্ত্র সরবরাহ করা হয় ।

Post Top Ad

Responsive Ads Here