মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই মিলছে রিপোর্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ২৯, ২০২১

মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই মিলছে রিপোর্ট


 

সময় সংবাদ ডেস্কঃ



মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই অদক্ষ লোক দ্বারা ও পরীক্ষা ছাড়া ভুয়া প্রতিবেদন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লিনিকের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ডিসির কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পেশকার সুদীপ বিশ্বাস ও রাজবাড়ী পুলিশ লাইনসের একটি বিশেষ টিম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে প্যাথলজিক্যাল পরীক্ষায় টেকনোলজিস্ট ছাড়াই ভুয়া প্রতিবেদন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার করে আসছিল। ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কোনো টেকনোলজিস্টের প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও তিনি নিজেই ইসিজি ও এক্স-রে প্রতিবেদন দিতেন। এ ছাড়া সংশ্লিষ্ট পরীক্ষায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কারিগরি ব্যবস্থা না থাকলেও তিনি সেবা গ্রহণকারীদের সঙ্গে প্রতারণা করে বেশি অর্থ আদায় করতেন।


তাই জনস্বাস্থ্য, অর্থ অপচয় ও জীবনহানির মতো কার্যক্রম পরিচালনার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিসি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, আমরা ডিসি মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here