বরিশালে একদিনে শনাক্ত ৭৩৮, মৃত্যু ১৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ৩০, ২০২১

বরিশালে একদিনে শনাক্ত ৭৩৮, মৃত্যু ১৬


 


সময় সংবাদ ডেস্কঃ



বরিশাল বিভাগে একদিনে ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮২২ জন, মৃত্যু হয়েছে ৪৬১ জনের।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আটজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের, পাঁচজন পটুয়াখালীর, দুইজন পিরোজপুরের এবং একজন বরগুনার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৩১ জন, পটুয়াখালীতে ১২৩ জন, ভোলায় ১৪৩ জন, পিরোজপুরে ৮৪ জন, বরগুনায় ৮২ জন এবং ঝালকাঠিতে ৭৫ জন।


ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে মোট আক্রান্ত ৩২ হাজার ৮২২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮শ ৫৮ জন।

Post Top Ad

Responsive Ads Here