সময় সংবাদ ডেস্কঃ
সিরাজগঞ্জে পরকীয়া প্রেমে জড়িয়ে পরায় নিজের স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্ত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হামলা কোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্বামী আমিরুল হোসেন ও একই গ্রামের প্রবাসীর স্ত্রী শাহনাজ বেগমকে নিজ ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্ত্রী আমেনা খাতুন। এ সময় স্থানীয়দের ডেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন। পরে ওই যুগলকে পুলিশে সোর্পদ করেন।
আমেনা খাতুনের অভিযোগ, গত ১০ বছর ধরে শাহনাজের স্বামী রবিউল বিদেশে কর্মরত থাকায় শাহনাজের সঙ্গে আমার স্বামী আমিরুলের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এই পরকিয়া সম্পর্কের কারণে আমার স্বামী নানাভাবে আমার ওপর অমানুষিক নির্যাতন করে আসছে।
তিনি আরো বলেন, বুধবার বিকেলে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে গ্রামবাসীদের জানাই। পরে তারা এসে ওই অবস্থায় তাদের আটক করে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ ডেকে তাদের পুলিশের হাতে তাদের সোর্পদ করা হয়।
এ ঘটনায় আমেনা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় বুধবার রাতে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলায় স্বামী আমিরুল, শাহনাজ বেগম ও শাশুড়ি ময়না বেগম এই তিনজনকে আসামি করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।