হেলেনার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ৩০, ২০২১

হেলেনার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


 


সময় সংবাদ ডেস্কঃ


হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব। মাদক উদ্ধারের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বহুল আলোচিত এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন।


রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিযান শুরু করে র‌্যাব। রাত ১০টার দিকে র‍্যাবের নারী সদস্যরা ভেতরে ঢোকেন।


নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির একজন দারোয়ান জানান, রাত ৮টার কিছু পরে র‌্যাবের ১০ থেকে ১২ জন সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় ঢোকেন। ওই সময় বাসায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি।


র‍্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এসব মাদক এলো তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here