টাকা ছিঁড়ে ফেলায় বাবাকে হত্যা করলো ছেলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১

টাকা ছিঁড়ে ফেলায় বাবাকে হত্যা করলো ছেলে


 



সময় সংবাদ ডেস্কঃ



মৌলভীবাজারের কমলগঞ্জে ২০০ টাকা ছিঁড়ে ফেলায় অটোচালক ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম শ্যামলাল রবিদাস।


জানা গেছে, চা বাগানে সাপ্তাহিক ৯০০ টাকা মজুরি নিয়ে চা শ্রমিক শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথে তার কাছে কিছু টাকা দাবি করেন মাতাল স্বামী শ্যামলাল রবিদাস। এ সময় শ্যামলাল রবিদাসকে ২০০ টাকা দিলে তিনি আরো দাবি করেন। টাকা না দেওয়ায় সেই ২০০ টাকা শ্যামলাল ছিঁড়ে ফেলেন।


এ নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে বাবাকে মাথায় আঘাত করেন নন্দলাল। পরে তাকে শমশেরনগর চা বাগানের কেমিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নন্দলাল রবিদাস পালিয়ে যান।




















কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here