জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় পূর্ণ নামে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পূর্ণ ওই গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
নিহতের চাচা শফিউল্লাহ বলেন, পূর্ণ চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে তার বড় বোনের বাড়িতে থেকে একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করতো। সকালে বোনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মনমালিন্য হলে সে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়। পূর্ব দরিল্লা গ্রামের আঞ্চলিক সড়কে তাড়াইল থেকে আসা একটি লাল রঙয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পূর্ণ নিহত হয়।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাইভেটকারটিও আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।