ট্রাক চাপায় রংপুরে প্রকৌশলীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

ট্রাক চাপায় রংপুরে প্রকৌশলীর মৃত্যু



 

জেলা প্রতিনিধিঃ



 রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় আহত প্রকৌশলী হাবিবুর রহমানের (৪৮) মৃত্যু হয়েছে।


রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


হাবিবুর রহমান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের খেজুরতলা গ্রামের ইয়াকুব আলী ছেলে।তিনি রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইন ইনর্চাজ হিসেবে কর্মরত ছিলেন।



এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বামনদীঘির সামনে ট্রাক উল্টে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী সবজিবাহী ট্রাক তারাগঞ্জ থেকে ছেড়ে পথে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান ওই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।


পরে লোকজন হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।


তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এর নিচে চাপা পড়া হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here