সালথায় আই‌সি‌ভি‌জি‌ডি এর ২য় প্রক‌ল্পের উপ‌জেলা অ‌ব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

সালথায় আই‌সি‌ভি‌জি‌ডি এর ২য় প্রক‌ল্পের উপ‌জেলা অ‌ব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত






 সালথা প্রতি‌নি‌ধিঃ


ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ইন‌ভেস্ট‌মেন্ট ক‌ম্পো‌নেন্ট ফর ভালনা‌রেবল গ্রুপ গ্রুপ ডে‌ভেলপ‌মেন্ট (আই‌সি‌ভি‌জি‌ডি) ২য় পর্যায় প্রক‌ল্পের উপ‌জেলা অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শেখ হা‌সিনার বার্তা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ‌্য বিষয়কে সাম‌নে রে‌খে উপ‌জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের বাস্তবায়‌নে উপ‌জেলা প‌রিষদ সম্মেলন ক‌ক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় এই উপ‌জেলা অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হয়। বিশ্ব খাদ‌্য কর্মসূ‌চি (ডব্লিউএফ‌পি) এর কা‌রিগরি সহ‌যো‌গিতায় অব‌হিতকরণ সভা‌টি কে‌ৗশলগত সহ‌যো‌গিতায় ছিল ই‌কো-‌সোশ‌্যাল ডে‌ভেলপ‌মেন্ট অর্গানাই‌জেশন।


সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক মোসুদা ‌হো‌সেন, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফের‌দৌস আরা ড‌লি, গ‌ট্টি ইউ‌নিয়ন‌ প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা বৃন্দ ও ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান বৃন্দ, সাংবা‌দিকসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। অব‌হিতকরণ সভা‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রব‌র্তী।


অব‌হিতকরণ সভায় উপ‌জেলা ও ইউ‌নিয়ন ভি‌জি‌ডি ক‌মি‌টির দা‌য়িত্ব ও ভু‌মিকা নি‌য়ে আ‌লোচনা করা হয় পাশাপা‌শি আই‌সি‌ভি‌জি‌ডি এর ২য় প্রক‌ল্পের উপর বিস্তা‌রিত আ‌লোচনা ও ভি‌ডিও উপস্থাপন করা হয়।


Post Top Ad

Responsive Ads Here