টি-২০ অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান হারালেন দেশসেরা ক্রিকেটার সাকিব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১

টি-২০ অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান হারালেন দেশসেরা ক্রিকেটার সাকিব

 




নিজস্ব প্রতিবেদকঃ



টি-২০ অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান হারালেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে উঠেছিলেন শীর্ষে। তবে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে না পেরে আবারও হারালেন সিংহাসন।

বুধবারর‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি।


গত সপ্তাহের র‍্যাংকিং হালনাগাদেও শীর্ষেই ছিলেন সাকিব। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে মেল ধরতে পারেননি টাইগার অলরাউন্ডার।


এতেই ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেলেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির ২৮৫।

সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই পেসার উঠে এসেছেন দশম থেকে অষ্টম স্থানে।


উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। দুইজনেরই এটা ক্যারিয়ার সেরার‍্যাংকিং।

Post Top Ad

Responsive Ads Here