নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ ,নিহত ১ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ ,নিহত ১ জন


 



জেলা প্রতিনিধিঃ



কক্সবাজারের মহেশখালী দ্বীপে নির্বাচনী সংঘর্ষেে গুলিবিদ্ধ হয়ে আজ সোমবার সকালে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৭ জন। দ্বীপের কুতুবজোম ইউনিয়নেের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।   


পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আজ সকাল ৯টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনেের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে।



 

উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম (৪০) নামের একজন নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় আহত আরও ৭ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   


মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

Post Top Ad

Responsive Ads Here