টেকনাফে রোহিঙ্গা আটক, ভোট স্থগিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

টেকনাফে রোহিঙ্গা আটক, ভোট স্থগিত


 


জেলা প্রতিনিধিঃ


 

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এছাড়া আরেকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট পেপার খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ঘটনাস্থলগুলো পরির্দশন করেছেন।


এর আগে, সোমবার সকাল ৮টা থেকে টেকনাফের চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। চারটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ মেম্বার আসনে এবার ৪২৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। এসব ইউনিয়নে ভোটার এক লাখ ১৭ হাজামুনর ৬১৫ জন।

Post Top Ad

Responsive Ads Here