নোয়াখালীতে ২৫৫০ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১

নোয়াখালীতে ২৫৫০ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক


 


আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার জামতলা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত কনস্টেবলের নাম মো. শহীদুল ইসলাম। নোয়াখালীর সুধারামে ইয়াবাসহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে দুই হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


আটক মো. শহীদুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল (নম্বর-১৯৯৬) হিসেবে কর্মরত রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরে তার দেখানো মতে সুধারাম থানার বিনোদপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের একটি নির্জন কবরস্থান থেকে আরও দুই হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক কনস্টেবলকে সকালে ইয়াবাসহ সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here