দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, নৌকা প্রতিকের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া। দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামীলীগ এখন ঐক্যবদ্ধ।
সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন আবুল মিয়া। পরে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী আবদুল হামিদ এর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, 'দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে নৌকাকে বিজয়ী করতে হবে। আবুল মিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রতি সমর্থন জানানোয় অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, মনে রাখতে হবে নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক।
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিক বিজয়ের বিকল্প নেই।
আবুল মিয়া বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক নৌকার প্রতি সমর্থন জনিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি। জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর অনুপ্রেরণায় প্রার্থীতা প্রত্যাহার করে দলের সকলককে নিয়ে মাঠে কাজ করে, নৌকাকে বিজয়ী করবো।'
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ বলেন, 'উপজেলা আওয়াী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া আগামীর অহংকার। তাঁর পিতা দলের একজন ত্যাঁগী নেতা। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের ভোট, দোয়া ও ভালোবাসা চাই।' এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।