জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ে নেথোয়াই মারমা নামে আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার মধ্যরাতে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৫৬ বছর বয়সী নেথোয়াই মারমা একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন নেথোয়াই মারমা। রাতে নিজ বাড়িতে এলে দরজা ভেঙে ঘরে ঢোকে ১৪-১৫ জনের একটি দল। এরপর এলোপাতাড়ি গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, সম্প্রতি দুই যুবলীগ নেতা হত্যার পর থেকেই উপজেলা রেস্টহাউসে থাকেন নেথোয়াই মারমা। শনিবার সকালে মনোনয়ন জমা দিয়ে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন। রাতে নিজ বাড়িতে থাকলে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন তিনি।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
