গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন আইসিইউতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন আইসিইউতে


 


নিজস্ব প্রতিবেদকঃ



রাজধানীর গুলশানে ছয়তলা একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আহত চারজনের মধ্যে দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। 

বুধবার সকালে রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ঘটনায় একই পরিবারের তিনজন এবং ওই বাসার গৃহকর্মী দগ্ধ হয়েছেন। 


দগ্ধরা হলেন - এ এম রফিকুল ইসলাম, ৩৫, তার স্ত্রী মালিহা আনহা উর্মি, ৩২, তাদের শিশুসন্তান মাসরুর মো. রাফিন, ২, এবং গৃহকর্মী মনি আক্তার, ৩৫। 


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, তিনজনকে আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে মালিহা আনহা উর্মির ৭০ শতাংশ, তার ছেলে মাসরুর মো. রাফিন ৩০ শতাংশ এবং তাদের কাজের মেয়ে মনি ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।


মালিহা আনহা উর্মি ও তার ছেলে মাসরুর রাফিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং কাজের মেয়ে মনিকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। ওই নারীর (উর্মির) স্বামী এএম রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here