ধর্ষণ মামলা দিয়ে ফাঁসাতে যেয়ে বাদী নিজেই কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

ধর্ষণ মামলা দিয়ে ফাঁসাতে যেয়ে বাদী নিজেই কারাগারে


 


জেলা প্রতিনিধিঃ




 

ধর্ষণ মামলায় অপরকে ফাঁসাতে গিয়ে বাদীসহ দুজনকে জেলহাজতে পাঠিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।


জেল হাজতে পাঠানো আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার পদ্মা গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে ছগির হোসেন এবং একই উপজেলার পূর্ব গুদিঘাটা গ্রামের খালেক চৌকিদারের মেয়ে আকলিমা আক্তার।


জানা যায়, আসামি ছগির পেশায় একজন মহুরি। বাদী আকলিমা আক্তার বাবার জমিজমা নিয়ে বিরোধ থাকায় বরগুনা কোর্টে আসা যাওয়া করতেন। সেই সুবাদে ছগিরের সঙ্গে পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। একসময় দুজনে শারীরিক সম্পর্কে জড়ান এবং ওই সম্পর্কের আলামত দিয়ে জাহিদ নামে একজনের বিরুদ্ধে দুজনে মিলে একটি মিথ্যা ধর্ষণ মামলা করেন ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে।








আদালত থেকে বেরিয়ে ছগির বলেন, আকলিমা আমাকে এসব কাজ করতে বাধ্য করেছে। জাহিদকে আমি চিনি না। আকলিমা আমাকে বিয়ে করতে চেয়েছিল এবং সম্পর্কে জড়িয়েছিল। 


এ বিষয়ে আকলিমা বলেন, ছগির আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। সে আমাকে দিয়ে এসব করিয়েছে। 


ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাদীর কথামতো আমি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছি। এর বেশি কিছু আমি জানি না।


Post Top Ad

Responsive Ads Here