সালথায় ইমাম বাড়ি কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৭, ২০২১

সালথায় ইমাম বাড়ি কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত





সালথা  ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ইমাম বাড়ি নামক স্থানে কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ অক্টোবর) বিকালে এক ঝাকজমট পরিবেশে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এর আগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরী (এম‌পি) এর রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।



নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ শামীম হক, জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাষ্টার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ইতালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।



উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৭টি নৌকা অংশগ্রহন করে। এরমধ্যে গট্টির চানমিয়ার নৌকা প্রথম ও সাজিদ মাতু্ব্বারের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।


নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে কুমার নদীর দুই ধারে হাজার হাজার মানুষের ভীড় লক্ষ্য করা যায়। নৌকা বাইচ ছাড়াও নদীর দুই ধারে বসে মেলা। গ্রাম বাংলার মানুষ ছোট ছোট বাচ্চাদের নিয়ে মেলা থেকে নানান রকম জিনিস সর্বশেষ মাটির পাত্রে মিষ্টি কিনে বাড়িতে ফিরে।

Post Top Ad

Responsive Ads Here