২০২২ সালের ঈদ ও রমজানের সম্ভব্য তারিখ প্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

২০২২ সালের ঈদ ও রমজানের সম্ভব্য তারিখ প্রকাশ


 


সময় সংবাদ ডেস্কঃ



২০২২ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতর সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস এপ্রিলে শুরু হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান মাস শুরু হবে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, বিশেষজ্ঞরা আশা করছে ২০২২ সালে এপ্রিল মাসের কাছাকাছি সময়েই রমজান মাসের চাঁদ উঠবে। তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।


আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।


তিনি আরো বলেন- হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও তিনি উল্লেখ করেছন সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Post Top Ad

Responsive Ads Here