দেশে করোনায় মৃত্যুর সর্বশেষ যে তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০৫, ২০২২

দেশে করোনায় মৃত্যুর সর্বশেষ যে তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর

 

দেশে করোনায় মৃত্যুর সর্বশেষ যে তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর
ফাইল ছবি



নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯০ জনের।

এছাড়া একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৮৯২ জন।  গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।  


বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ৭৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।


স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।


এদিকে একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


এদিকে গত ২০ নভেম্বর প্রথমবারের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here