নদী পার হলেই শ্বশুর বাড়ি, হেলিকপ্টারে আনলেন বউ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

নদী পার হলেই শ্বশুর বাড়ি, হেলিকপ্টারে আনলেন বউ


নদী পার হলেই শ্বশুর বাড়ি, হেলিকপ্টারে আনলেন বউ
ছবি: সংগৃহীত



 নিজস্ব প্রতিবেদকঃ

বর-কনের বাড়ির মাঝখানে রয়েছে মধুসতী নদী। ফেরি শেষ হলে বর তার শ্বশুর বাড়ি যেতে পারবে। কিন্তু না; হেলিকপ্টারে বউ আনা হবে! আলোচনায় থাকা এক যুবক মাত্র ৩০০ মিটার দূরত্বের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন।

রোববার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের তাজ শেখের ছেলে ব্যবসায়ী মো. মিরাজ সেজ। মূলত বাবার ইচ্ছা অনুযায়ী হেলিকপ্টারে কনে আনতে গিয়েছিলেন যুবক। অপরদিকে কনে উত্তর গঙ্গারামপুর গ্রামের আজাদ খন্দকারের মেয়ে আফরিন আক্তার।


কনের স্বজনরা জানান, বরযাত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজধানী থেকে হেলিকপ্টার ভাড়া করা হয় ১২০ হাজার টাকায়। দুপুরের ঠিক আগে হেলিকপ্টারটি বরের বাড়ি দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের জুট মিল সংলগ্ন মাঠে নামে।


জানা গেছে, দুপুরে বর ও তার ভাই-বোনেরা হেলিকপ্টারযোগে কনের বাড়ির উদ্দেশে রওনা হন। দূরত্ব মাত্র ৩০০ মিটার হলেও ফ্লাইট সুবিধা ও অন্যান্য কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকা পেরিয়ে উত্তর গঙ্গারামপুর গ্রামে কনের বাড়ির কাছে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটি দেখতে শত শত এলাকাবাসী ভিড় জমায়।


এসময় উপস্থিত ছিলেন গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মিনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল প্রমুখ।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here