সরদহ সরকারী কলেজের নতুন অধ্যক্ষ |
ওবাইদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী চারঘাট পৌরসভার সরদহ সরকারী কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হয়েছেন মোঃ নজরুল ইসলাম। বুধবার সকালে আনুষ্ঠানিকতার মাঝে নতুন অধ্যক্ষ দায়িত্ব গ্রহন করেন। ওই সময় কলেজ ফাউন্ডার সম্পাদক ও আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন এবং অত্র কলেজ কর্মচারী ও প্রভাষকগন উপস্থিত ছিলেন।
গত ২৯ সেপ্টেম্বর ১৯৮৮ সালে তিনি গনিত বিষয়ক প্রভাষক হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর পর কাঙ্খিত অধ্যক্ষের আসনে পদায়ন হয়েছেন। শিক্ষকতা জিবনে তিনি সফলতার সহিত পাঠদনে সময় পার করেছেন। অসংখ্য ছাত্র-ছাত্রী এবং কলেজ শিক্ষক ও কর্মচারী বৃন্দ বর্তমান তার শুভাকাঙ্খি। সাক্ষাতকালে অধ্যক্ষ বলেন, সামান্য সময়ের জন্য তিনি অধ্যক্ষে আসনে বসেছন। স্বল্প সময়ে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের নতুন কোন পরিবর্তন আনতে পারবেন কি না তা এক রকম স্বপ্নময়। তবে অত্র কলেজের সকলের সহযোগিতা পেলে কিছু নতুন সংযোজেন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
অপরদিকে কলেজ ফাউন্ডার সম্পাদক ও আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন এবং অত্র কলেজ কর্মচারী ও প্রভাষকগন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষেরর সার্বিক সহযোগিতা করবেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ