আদমদীঘিতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা |
এরশাদ আলী আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই চলাচল করার অপরাধে ৮টি মামলা ও লাইসেন্স না থাকায় তিন যানবাহনের চালকের ৩হাজার ৪০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত রোববার সন্ধ্যায় আদমদীঘির সদর থানা রোডে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত জানায়, সরকারী নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার না করার অপরাধে আট পথচারীর ১হাজার ৪০০টাকা ও লাইসেন্স না থাকায় ট্রাক্টর, নছিমন ও মোটরসাইকেল চালকের ২হাজার টাকাসহ মোট ৩হাজার ৪০০টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ