![]() |
বোয়ালমারীতে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ | সময় সংবাদ |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিচার চেয়ে চেয়ারম্যানপুত্রসহ ১৬ জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনার সাত দিন পর চেয়ারম্যান পুত্রের দলভূক্তরা হাতুড়ি পেটা এবং কুপিয়ে জখম করে অপর এক ব্যক্তিকে আহত করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. জহুর শেখের ছেলে মো. জামাল শেখ পার্শ্ববর্তী তেলজুড়ি বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রæতা থাকা একই গ্রামের রশিদ শেখ, সোহেল শেখ, ইকরাম আকন, সাজ্জাদ শেখ, তোতা শেখ প্রমুখ জামাল শেখকে হাতুড়ি পেটা এবং কুপিয়ে জখম করেন। আহত জামাল শেখ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত জামাল শেখ বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গত ১০ মার্চ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মান্নান শেখের ছেলে মো. আজিজুর শেখের নিকট একই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বরের ছেলে মো. মাসুদ মাতুব্বর গং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আজিজুর শেখকে তারা পিটিয়ে মারাত্মক আহত করেন। এ সময় আহতের চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় আহত আজিজুর শেখ পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বরের ছেলে মো. মাসুদ মাতুব্বরসহ ১৬ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার অন্য আসামীরা হলেন মো. সোহেল শেখ, মো. হারুন শেখ, মো. আয়নাল শেখ, মো. কাশেম শেখ, মো. পাঁচু শেখ প্রমুখ।