![]() |
রাঙামাটিতে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি :
২২ চৈত্র হযরত গাউছুল আজম মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী এর উরস শরীফ উপলক্ষে রাঙামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারীর নির্দেশনায় মাইজভান্ডারী যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার আয়োজনে ও ব্রাইট ডট এর সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য আহমেদ উলাহ পারভেজ।
জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙামাটির সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সৈয়দ মোহাম্মদ তাউসি বিন সিদ্দিক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঙ্গল বাহাদুর, মাইজভান্ডারী যুব ফোরামের উপদেষ্টা নাজিম উদ্দীন, আনসার আলীসহ মাইজভান্ডারী যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৃষ্ঠপোষকতায়, গাউছুল আযম হযরত বাবা ভান্ডারী (ক.) এঁর পৌত্র গাউছে জমান হযরত মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (ক.) এঁর ছোট পুত্র অ্যাড. সৈয়দ মিফতাহুন নূও মাইজভান্ডারী (ম.)।
বক্তব্য প্রধান অতিথি বলেন- আমরা ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। যার অংশ হিসেবে আজ আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী হাতে নিয়েছি। আগামীতেও এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।