রাঙ্গামাটিতে ভায়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০টি বাড়ীঘর পুড়ে ছাঁই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৮, ২০২২

রাঙ্গামাটিতে ভায়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০টি বাড়ীঘর পুড়ে ছাঁই | সময় সংবাদ

রাঙ্গামাটিতে ভায়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০টি বাড়ীঘর পুড়ে ছাঁই | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের ওমদামিয়া হিল খানবাড়ী এলাকায় এক ভায়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০টির মতো বাড়ীঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে একটি ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘাটে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টার বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছে। 


স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে একটি বাড়ীর রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের ফুলকী দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ের খাজে লেকের পাড় ঘেসা বাড়ী ঘর হওয়ায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন উপর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের এতো বেশী লেলিহান শিখা বেশী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 


রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের সুত্রপাত এলাকায় এতো চিপা গলি যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তার পরও অনেক চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 


অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান আগুনের খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। অনেক চিপা গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের সরকারী সহায়তা দেয়া হবে। এছাড়া জরুরী যে কোন সহায়তা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য করা হবে বলে তিনি জানান। 





Post Top Ad

Responsive Ads Here