জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সময় সংবাদ

জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

প্রতিষ্ঠার দুই যুগে পর্দাপন উপলক্ষে জয়পুরহাটে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ ই মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ করা হয়। পত্রিকাটির জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।


সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্প মূল্য এবং লেখার গুনগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এ পত্রিকা সফল।


জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, সবার হৃদয়ে এখন বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা। এ পত্রিকার উত্তোরত্তর সাফল্য কামনা করি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও  জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌর সভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফজলুর রহমান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।




Post Top Ad

Responsive Ads Here