আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | সময় সংবাদ

আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | সময় সংবাদ


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, র‌্যালী, কেক কাটা, শিশুদের মাঝে খাবার বিতরন, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা ও দোয়া মোনাজাত। 


বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে শিশু র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ১০১ পাউন্ড ওজনের কেক কাটা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, নারী বাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন ও অ্যাড, এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here