রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিশেষ নৈশ ভোজ অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৬, ২০২২

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিশেষ নৈশ ভোজ অনুষ্ঠিত | সময় সংবাদ

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিশেষ নৈশ ভোজ অনুষ্ঠিত | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশ লাইন্সের ড্রীল শেডে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ কাজের সকলের সহযোগিতা প্রয়োজন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম,  পিপিএম, রাজশাহী জেলা জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)। 


অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম। এ সময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগনসহ জেলা পুলিশের  অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে এই আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি রাসিক মেয়র ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক জানান জেলা পুলিশ সুপার।


Post Top Ad

Responsive Ads Here