চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে নিহত-১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৬, ২০২২

চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে নিহত-১ | সময় সংবাদ

চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে নিহত-১ | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধা ৭ টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে। 


স্থানীয়রা জানান, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামে  দুই মাদক কারবারি গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক কারবারি গ্রুপ। 


এরপর সন্ধা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরো কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজ আলীকে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তী তাকে উদ্বার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।


খুনের ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের কার্যক্রম চলমান আছে।


Post Top Ad

Responsive Ads Here