পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের জন্য ভিন্নমাত্রার প্রমোদতরীর যাত্রা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৬, ২০২২

পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের জন্য ভিন্নমাত্রার প্রমোদতরীর যাত্রা | সময় সংবাদ

পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূরনতা নতুন প্রমোদতরীর যাত্রা শুরু | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূরনতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট প্রমোদতরী কাপ্তাই হ্রদে যাত্রা শুরু করেছে।


রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বুধবার সকালে শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরন ঘাটে রাঙ্গাতরী নামে হাউস বোট উদ্বোধন করেন।


এসময় রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোকতার আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উদ্যোক্তা তোফায়েল আহমেদসহ রাঙ্গামাটি ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর রাঙ্গামাটি জেলা প্রশাসক প্রমোদ তরী বিভিন্ন দিক ঘুরে দেখেন।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সবুজ পাহাড়ে বেস্টিত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙ্গামাটি ভ্রমণের আনন্দ যোগাবে। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে কাপ্তাই হ্রদে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুভলং ঝর্ণাসহ হ্রদ বেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমনসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের জন্য খাওয়ার টেবিল ও রাত্রী যাপনে উন্নত ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেটসহ সামনে রয়েছে বসে প্রাকৃতিক উপভোগ করার জন্য উন্নত মানের সোফাসেট। রাঙ্গামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলে তারা জানান উদ্যোক্তারা।






Post Top Ad

Responsive Ads Here