![]() |
জয়পুুরহাটে লালজমিন ও অভিশপ্ত আগস্ট দুটি নাটকের মঞ্চস্থ হবে | সময় সংবাদ |
নিরেন দাস(জয়পুুরহাট)প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে রবিবার(২৭ এ মার্চ) রাত ৮ টায় ও সোমবার (২৮ এ মার্চ) সন্ধ্যা ৭ টায় জেলা সার্কিট হাউজ মাঠে শূন্যেই মুক্তি,শূন্যেই মিলন শূন্যন রেপার্টরি থিয়েটারের মান্নান হীরা'র রচনায় ও সুদীপ চক্রবর্তী নির্দেশনায় এবং মোমেনা চৌধুরী'র অভিনয়ে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারী'র সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ "লালজমিন"-৩০৩ তম প্রদর্শনী।
এবং হাবিবুর রহমান-বিপিএম(বার),পিপিএম (বার)এর পরিকল্পনা,গবেষণা ও তথ্য সংকলনে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো.জাহিদুল রহমান এর রচনা ও নির্দেশনায় ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যা কাণ্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক "অভিশপ্ত আগস্ট"-৬৫ তম প্রদর্শনী।জয়পুরহাটে বিশাল পরিসরে এ দুটি নাটকের মঞ্চস্থ হবে।