রাঙ্গামাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৬, ২০২২

রাঙ্গামাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ | সময় সংবাদ

 রাঙ্গামাটিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

সারা দেশের ন্যায় রাঙ্গামাটিবাসী ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে।

 

সকালে শ্রদ্ধা ও ভালোবাসা ও ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। 


পরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক অর্পণ করেন। 


এর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ রাঙ্গামাটির বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পন করেন। 


পরে রাঙ্গামাটি রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মহান স্বধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সালাম গ্রহণ করেন। 


পরে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা সালামী মে র দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন। 


সব শেষে সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। শেষে কুচকাওয়াজে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেয়া হয়।



Post Top Ad

Responsive Ads Here