সাবেক রাষ্ট্রপতি এরশাদ এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া | সময় সংবাদ |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা জাতীয় পার্টি’র উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোঃ এরশাদ এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি নেতা শহীদুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায় রফিকুল ইসলাম সেলিম, অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহম্মেদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক ওমর আলী মীর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টি নেতা নুরুজ্জামান খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লী বন্ধু হুসেইন মোঃ এরশাদ এর শাসন আমলে দ্রব্য মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু বর্তমান দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা। আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে জেলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার আহবান জানান।