আক্কেলপুরে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত,সংবাদ সম্মেলনে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ১৯, ২০২২

আক্কেলপুরে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত,সংবাদ সম্মেলনে | সময় সংবাদ

আক্কেলপুরে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত,সংবাদ সম্মেলনে | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট,প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবে গত ১৬ -ইং মার্চ সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম ফারুক অভি।


তিনি তার নিজ বাড়ি ভিটায় দীর্ঘ দিনযাবৎ বসবাস করে আসছেন এবং তিনি একটি বে-সরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে তাহার চাকরী না থাকায় বেকারত্ব জীবনযাপন করে আসছেন।এমন বেকার অবস্থায় থাকায় তার সংসার পরিচালনার জন্য টাকার প্রয়োজন হওয়ায় তার নিজ ৩ শতক ও তার বড় ভাই মাহবুব আলম মাবু এর ১ শতক সর্বমোট ৪ শতক জমি বিক্রয়ের জন্য একই এলাকার বিবাদী মৃত. বিনছের আলী সরদারের ছেলে মো.রফিকুল ইসলাম গংদের(৪৪) নিকট জমিটি বিক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করেন। এসময় রফিকুল ইসলামের বড় দুই ভাই গিয়াস উদ্দিন সরদার (৫৮) ও নাসির উদ্দিন সরদার(৫২) উপস্থিত ছিলেন।


গোলাম ফারুক অভি'র টাকার ভীষণ প্রয়োজন হওয়ায়  তিনি বিবাদী রফিকুল ইসলামকে জমি বিক্রয়ের বায়না নামার টাকা চাইলে রফিকুল ইসলাম বারবার সময় চেয়ে অপারগতা দেখাতে থাকে। গোলাম ফারুক অভি'র জরুরি টাকার প্রয়োজন হওয়ায় জমটি একই এলাকার আলহাজ্ব আব্দুল করিম মণ্ডল ওরফে দুদু'র স্ত্রী মোছাঃ বেনু আরা বেগম ও তার মেয়ে মোছাঃ পারভিন আক্তারের এর নিটক গত ১০,২,২০২২ ইং তারিকে  জমিটি বিক্রয় করেন গোলাম ফারুক অভি ও তার বড় ভাই মাহবুব আলম মাবু।


জমি বিক্রয়ের পর গত ১১-০২-২০২২-ইং তারিখ রোজ শুক্রবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় বিক্রয়কৃত জমিটি জমির ক্রেতা মোছাঃ বেনু আরা বেগমকে মাফজোক করে বুঝিয়া দেওয়ার সময় জমি বিক্রয়ের বিষয়টি জানতে পেড়ে রফিকুল ইসলামের বাড়ির পূর্ব  দক্ষিণ কোণায় গোলাম ফারুক অভি'র নিজস্ব দখলীকৃত পুকুরপাড় এ গোলাম ফারুক অভি'কে গিয়াস উদ্দিন সরদার দেখিতে পেড়ে তার সহধর ছোট দুই ভাইকে হুকুম করে সালারে ধর আমাদের কাছে জমি না দিয়ে অন্য জনের নিকট জমি কিভাবে বিক্রয় করে আমরাও দেখি দ্বারা তোকে মেরেই ফেলবো।


এমন হুকুম পেয়ে গোলাম ফারুক অভি'কে তারা দুই ভাই এলোপাথাড়ি মারতে মারতে টেনে হিচরে গোলাম ফারুক অভিগণের পুকুরের পশ্চিমা ধার পুকুরে যাওয়ার রাস্তার পূর্বপাশ্বে অবস্থিত রফিকুল ইসলাম এর বাড়িতে হত্যার উদ্দেশ্যে নিয়ে গিয়ে তাদের বাড়ির দরজা বন্ধ করিয়া তারা তিন ভাই মিলিয়া নারিকেলের গাছের সঙ্গে গোলাম ফারুক অভিকে দড়ি দ্বারা বাঁধিয়া হত্যার উদ্দেশ্যে রফিকুল ইসলাম একটি বাঁশের লাঠি দ্বারা মাথা বরাবর আঘাত করিলে গোলাম ফারুক অভি নিজের জীবন রক্ষার্থে সুকৌশলে বাম হাত দ্বারা রফিকুলের বাঁশের লাঠি টি আটকাইতে চেষ্টা কালে তার বাম হাতের কুনুই ভেঙে গেলে।


গোলাম ফারুক অভি সজোরে আতৎচিৎকার দিলে তার আতৎচিৎকারে শুনে রফিকুলের মেজভাই নাসির উদ্দিন সরদার রাঙ্গানিত হয়ে দেশীয় অস্ত্র তথা লোহার শাবল দ্বারা গোলাম ফারুক অভি'র মুখোমন্ডল বরাবর আঘাত করলে তার উপরের শাড়ির দাত গুলি ভেঙে রক্তাক্ত অবস্থা ঘটিলে তাতেও ক্ষান্ত না হয়ে নাসির উদ্দিন সরদারের হাত থেকে লোহার শাবল টি রফিকুল ইসলাম সরদার কেড়ে নিয়ে গোলাম ফারুক অভি'র পেটের বাম পার্শে প্রায় কিডনি বরাবর সজোরে আঘাত করলে আঘাতটি কিডনিতে না লাগলেও উপরের স্থানে আঘাতটি লাগলে গোলাম ফারুক অভি জ্ঞান হারিয়ে ফেললে। বাহিরে দাঁড়িয়ে থাকা গোলাম ফারুক অভি'র মাতৃহারা ১১ বছরের সন্তান শাদমান আল সামি আমার বাবাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে।


তার আতৎচিৎকার শুনে এলাকাবাসী হুমায়ন সরদার ও বেনু আরাসহ আরও কয়েক জন দরজা ভেঙে গোলাম ফারুক অভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  স্থানীয় চিকিৎসা নিয়ে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে। সেখানে একদিন চিকিৎসা নিলে তার অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করেন। রেফারকৃত অবস্থায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উক্ত রফিকুল ইসলাম সরদার,নাসির উদ্দিন সরদার ও গিয়াস উদ্দিন সরদারকে আসামী করে গত ১৬-০২-২০২২-ইং তারিখে গোলাম ফারুক অভি আহত অবস্থায় নিজে সশরীরে হাজির হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যাহার মামলা নম্বর ২০ পি/২০২২(আঃ) উক্ত মামলটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত মামলটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবিপুলিশ) অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেছেন। আমি গোলাম ফারুক অভি ন্যায্য বিচারের আশায় আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী,স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি।


Post Top Ad

Responsive Ads Here